ফের বাঘ জঙ্গলমহলে, ঝাড়গ্রাম ছেড়ে এবার বাঁকুড়ার সারেঙ্গায় রয়্যাল বেঙ্গল

জিনাতের পর ফের বাঘের দাপট রাজ্যের জ্ঞঙ্গলমহলে। শনিবার ঝাড়গ্রাম ছেড়ে বাঁকুড়ার সারেঙ্গায় ঘাঁটি গেড়েছে রয়্যাল বেঙ্গল। বাঘটি বাঁশপাহাড়ি থেকে এক রাতে প্রায় ৫০ কিমি পথ পাড়ি দিয়ে সারেঙ্গায় পৌঁছয়। বারিকুলের পাশাপাশি রাইপুর ও সারেঙ্গার একাধিক গ্রামে এদিন সকালে বাঘের পায়ের ছাপ দেখা যায়।

জঙ্গলমহলজুড়েই বাঘের আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগে বাসিন্দারা মশাল জ্বালিয়ে রাত পাহারা দিচ্ছেন। রাজ্যের মুখ্য বনপাল (কেন্দ্রীয় চক্র) বলেন, শুক্রবার রাতে বাঘটি বারিকুল থেকে সারেঙ্গায় পৌঁছয়। সারেঙ্গার জঙ্গলে সে ঘাঁটি গেড়েছে। বাঘের অবস্থান ও গতিবিধি জানতে সারেঙ্গা ও রাইপুর ব্লকের জঙ্গলে ১২টি ট্র্যাপ ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, সারেঙ্গার নেতুরপুর অঞ্চল ও রাইপুরের সবুজদ্বীপ লাগোয়া এলাকার বেশ কিছু জায়গায় বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। পড়্যাশোল ও বেনাচাপরা গ্রামের কাঁচা রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। জঙ্গলের রাস্তা ধরে বাঘটি গিয়েছে। আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় মাইকিং করানো হয়েছে। ব্লক প্রশাসনকেও পুরো বিষয়টি জানানো হয়েছে।

Comments are closed.