তৃণমূলে যোগ দেওয়ার পরেই বাবুল সুপ্রিয় জানিয়েছেন বিজেপি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। আর এরপরেই চাপ বেড়ে গেল তৃণমূল সাংসদ শিশির অধিকারীর। ইতিমধ্যেই তাঁর সাংসদ পদ খারিজের দাবি করেছে তৃণমূল। কারণ কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বিজেপি ঘনিষ্ট।
মুকুল রায় তৃণমূলে ফিরে আসার পরেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হয়েছে বিজেপি। পালটা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর বেসুরো হতে দেখা গিয়েছিল বাবা শিশির অধিকারীকে। বিধানসভা ভোটের আগে অমিত শাহের সঙ্গে একইমঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। এই মুহূর্তে শিশির অধিকারী আর দিব্যেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলছে তৃণমূল। এখন বাবুল যেহেতু তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিতে চান তাই তৃণমূলও এখন চাপ বাড়াচ্ছে অধিকারীদের ওপরে। তাঁদের দাবি, সাংসদ পদ থেকে ইস্তফা দিক শিশির ও দিব্যেন্দুও।
আসানসোল থেকে ২০১৪ সালে বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হন বাবুল সুপ্রিয়। তাঁক প্রতিমন্ত্রীও করে বিজেপি। ২০১৯ সালের ভোটেও জয়ী হন বাবুল। একুশের নির্বাচনে বাংলায় বিজেপির পরাজয়ের পরে মোদীর নয়া মন্ত্রিসভায় জায়গা পাননি বাবুল। অনেক টানবাহানার পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। য়ার এরপরেই তিনি জানিয়েছেন, আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন। বুধবার দিল্লি যাওয়ার কথা বাবুল সুপ্রিয়োর। এই দিল্লি সফরেই তিনি লোকসভা স্পিকারের কাছে ইস্তফা দেবেন।
Comments are closed.