বাদ পূর্ণেন্দু বসু, অমিত মিত্র, সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য, জটু লাহিড়ী, অমল আচার্য, সমীর চক্রবর্তী……
বহু হেভিওয়েট বাদ পড়লেন তৃণমূলের প্রার্থী তালিকা থেকে। তার মধ্যে রয়েছেন মন্ত্রী পূর্ণেন্দু বসু ও অমিত মিত্র।
তালিকা থেকে বাদ পড়েছেন সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বাদ পড়েছেন বিধায়ক সমীর চক্রবর্তী, জটু লাহিড়ী, অমল আচার্য।
প্রার্থী তালিকা ঘোষণা করে মমতা ব্যানার্জি জানিয়েছেন, যাঁদের ৮০ বছরের বেশি বয়স তাঁদের বাদ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে অনেককে এবার টিকিট দেওয়া যায়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার গড়ে তাঁরা বিধান পরিষদ গঠন করবেন। যাঁদের এবার টিকিট দেওয়া গেল না তাঁদের বিধান পরিষদের সদস্য করে আনা হবে।
Comments are closed.