সাসপেন্ড করে তৃণমূলের মুখ বন্ধ করা যাবে না, টুইট শান্তনু সেনের

এইভাবে মমতা ব্যানার্জির মুখ, তৃণমূল কংগ্রেসের মুখ বন্ধ করে দেওয়া যাবে না। সাসপেন্ড হওয়ার পর প্রতিক্রয়া দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। টুইটে তিনি লেখেন পার্লামেন্ট থেকে আমাকে আনপার্লামেন্টারি ওয়েতে সাসপেন্ড করার জন্য নরেন্দ্র মোদী আর বিজেপিকে ধন্যবাদ। তিনি লেখেন মন্ত্রী হরদীপ সিংহকে গুন্ডামি করার জন্য পুরস্কৃত করা হতে পারে।

শুক্রবার রাজ্যসভায় পুরো বাদল অধিবেশন থেকে শান্তনু সেনকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। বৃহস্পতিবার তিনি সংসদে পেগাসাস নিয়ে বক্তব্য পেশ করছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণা। সেইসময় শান্তনু তাঁর হাত থেকে কাগজ নিয়ে ছিঁড়ে ফেলে ছুড়ে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের দিকে। এরপর শুক্রবার তাঁকে সাসপেন্ড করা হয় বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য। কিন্তু বৃহস্পতিবার শান্তনু যখন কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, তখন তাঁর দিকে তেড়ে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। রাজ্যসভার তৃণমূল নেতা ডেরেক ও’ ব্রায়েন হরদীপ সিংহ পুরীর শাস্তি দাবি করেন। তিনি অনুরোধ করেন শান্তনুর সাসপেনশন তুলে নেওয়ার জন্য। কিন্তু সাসপেনশন তুলে নেওয়া হয়নি।

Comments are closed.