গান্ধী মূর্তিতে অবস্থানে Mamata, প্রচার শেষের আগে সভা করবেন বারাসাত, বিধাননগরে

পঞ্চম দফার ভোটে প্রচারের জন্য পাবেন সাকুল্যে ২ ঘণ্টা। ঠিক আগে গোটা দিন (Mamata Banerjee) মমতা ব্যানার্জি কাটাবেন ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে। 

কমিশনের নির্দেশে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি হয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির উপর। তারই প্রতিবাদে গান্ধী মূর্তিতে ধরনা। 

তৃণমূল সূত্রে খবর, নেত্রী মঙ্গলবার বেলা ১২ টা থেকে সন্ধে পর্যন্ত গান্ধী মূর্তিতে ধরনা দেবেন। তারপর চলে যাবেন বারাসাত। সেখানে সভা করে বিধাননগর। রাত ১০ টায় শেষ হয়ে যাবে পঞ্চম দফার ভোটের প্রচার। তৃণমূল নেত্রীর হাতে ২ ঘণ্টা। 

শীতলকুচির ঘটনার পর পঞ্চম দফা ভোটের প্রচার ৭২ ঘণ্টা আগেই শেষ করে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। ফলে মঙ্গলবার রাত ১০ টায় শেষ হচ্ছে পঞ্চম দফার প্রচার। 

Comments are closed.