১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে TMC’র ইশতেহার প্রকাশ করবেন মমতা

আগামী রবিবার, নন্দীগ্রাম দিবসে তৃণমূলের (TMC) ইশতেহার প্রকাশ করবেন মমতা ব্যানার্জি। তৃণমূল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার তৃণমূলের ইশতেহার প্রকাশের কথা ছিল। মমতা ব্যানার্জি সকালে নন্দীগ্রাম থেকে ফিরে ইশতেহার প্রকাশ করবেন, এই ছিল পরিকল্পনা। কিন্তু বুধবার মনোনয়ন পেশ করে নন্দীগ্রামে জনসংযোগের সময় দুর্ঘটনায় আহত হন মমতা ব্যানার্জি। তাঁকে তড়িঘড়ি গ্রিন চ্যানেল করে SSKM এ ভর্তি করা হয়। তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতায় চিড় ধরা পড়েছে। এই ঘটনায় স্থগিত হয়ে যায় তৃণমূলের ইশতেহার প্রকাশ।

সূত্রের খবর, এবার একটু অন্য পদ্ধতিতে ইশতেহার প্রকাশ করবে তৃণমূল। শুধু এক দশকের মমতা সরকার নয়, গত ৭ বছরের মোদী সরকারের পারফরমেন্সেরও তুলনামূলক পরিসংখ্যানও তুলে ধরছে তৃণমূল। 

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নন্দীগ্রাম দিবসের দিন তৃণমূল নেত্রী ইশতেহার প্রকাশ করলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। এর আগে তৃণমূলের পরিকল্পনা ছিল শিবরাত্রির দিন ইশতেহার প্রকাশ করার। কিন্তু দুর্ঘটনার জেরে তা স্থগিত হয়ে যায়। 

Comments are closed.