মুখ্যমন্ত্রীকে দেখে তৃণমূলে আসছেন মহিলারা। এমনটাই জানালেন তৃণমূলে যোগদানকারী মহিলারা নিজেই। বুধবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েত এলাকায় আরএসপি, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ১, হাজার ৪৩২ জন মহিলা। যোগদানের পর তাঁরা জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা। তাই মমতা ব্যানার্জির প্রতি গর্ব অনুভব করেই তৃণমূলে যোগ দিয়েছেন তাঁরা।
ফের জেলা সফরে যাবেন মমতা ব্যানার্জি। দক্ষিণ দিনাজপুর সফরের আগে তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল বসাক, দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। তিনি জানান, এই যোগদানের ফলে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল তা বলাই যায়। মমতা ব্যানার্জি বরাবরই মহিলাদের প্রাধান্য দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প চালু করেছেন। তাই তাঁর প্রতি বিশ্বাস রেখেছেন বাংলার মহিলারা।
উল্লেখ্য, ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৭ ডিসেম্বর থেকে সেই সফর শুরু করছেন তিনি। দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ ও নদিয়ায় তিনি করবেন প্রশাসনিক বৈঠক। জানা গিয়েছে, ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ৮ ডিসেম্বর মালদা ও মুর্শিদাবাদ এবং ৯ ডিসেম্বর নদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.