সায়ন্তিকা চ্যাটার্জির পর বিরবা হাঁসদা। তৃণমূলে যোগ দিলেন বিরবা হাঁসদা। বিরবা সাঁওতালি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। বুধবার তৃণমূল ভবন থেকে পার্থ চ্যাটার্জির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি।
বিরবা অভিনয় ছাড়াও সঙ্গীতের সঙ্গে যুক্ত। ২০০৮ সাল থেকে ২০১২ পর্যন্ত পরপর ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি। সাঁওতালি চলচ্চিত্র জগতের খুব পরিচিত মুখ বিরবা।
এদিন তৃণমূলে যোগদানের পর বিরবা জানান, মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখেই এই যোগদান। ওনার উন্নয়নের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতেই এই যোগদান।
অন্যদিকে পার্থ চ্যাটার্জি জানান, মমতা ব্যানার্জির অনুমোদনে তাঁকে দলে নেওয়া হয়েছে। তিনি একনিষ্ট কর্মী হিসেবে দলে থেকে কাজ করবেন।
রাজনীতির পরিবারের মেয়ে বিরবা আরও জানান, মানুষের জন্য এর আগেও কাজ করেছি। এবার তৃণমূলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চাই।
Comments are closed.