তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। তাঁর সঙ্গেই এদিন তৃণমূলের পতাকা তুলে নিলেন আরও এক ঝাঁক কৃতী শিল্পী। এদিন ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন পণ্ডিত রশিদ খানের মেয়ে শাওনা খান, অভিনেতা ভরত কল সহ আরও অনেকে।
এদিন তৃণমূল ভবনে ব্রাত্য বসু এবং অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম নবাগতদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন। ব্রাত্য বলেন, গ্রেটা থুনবার্গ বা রিহানাকে নিয়ে যা চলছে শিল্পীদের মধ্যে কেউ কেউ তাতে অসন্তোষ প্রকাশ করছেন। ব্রাত্যর অভিযোগ, সেলিব্রিটিদের হুমকি দিয়ে ট্যুইট করানো হয়েছে।
বাংলার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে তাই সরাসরি মমতা ব্যানার্জির হাত ধরার সিদ্ধান্ত নিয়েছেন। ব্রাত্যর দাবি, দীপঙ্কর দা মনে করেছেন এখন একটা স্পষ্ট অবস্থান নেওয়ার সময় এসেছে, তাই তিনি তৃণমূলে। তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুর আরও দাবি, এভাবেই বহু শিল্পী তৃণমূলের হাত ধরছেন এবং ধরবেন।
Comments are closed.