অসুস্থতার জন্য ইচ্ছে থাকলেও যেতে পারছি না, চাইলে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন; CBI-কে চিঠি অনুব্রতর
নিজাম প্যালেসে যাওয়ার ইচ্ছে ছিল তাঁর, কিন্তু অসুস্থ হওয়ার জন্য তাঁর পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। বুধবার দুপুরে এই মর্মে সিবিআইকে চিঠি লিখলেন অনুব্রত। এদিন এসএসকেএমে ভর্তি হওয়ার পরেই অনুব্রতের এই চিঠি নিয়ে নিজাম প্যালেসে যান তাঁর আইনজীবীরা।
গরু পাচার মামলায় বুধবার তাঁকে তলব করেছিল সিবিআই। মঙ্গলবার রাতে কলকাতায় এসে পৌঁছান তিনি। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল, সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্যই তিনি কলকাতায় এসে পৌঁছেছেন। কিন্তু বুধবারই পাল্টে যায় ঘটনাপ্রবাহ। নিজাম প্যালেসের বদলে অনুব্রত চলে যান এসএসকেএম-এ। জানা গিয়েছে, রাত থেকেই শ্বাসকষ্ট সহ অন্যান্য অসুবিধা হওয়ায়র কারণে এদিন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ডও গঠিত হয়েছে। উডবার্ন ওয়ার্ড থেকেই সিবিআইকে চিঠি লেখেন অনুব্রত। যাতে উল্লেখ ছিল, সিবিআই চাইলে তাঁকে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে।
এদিকে এদিন সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজির হওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। সেই মতো সিবিআইয়ের তরফেও একটি দল প্রস্তুত ছিল তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য। অনুব্রতর আবেদন মেনে সিবিআই হাসপাতালে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.