অভিষেকের জনসভার পরই শুরু গোপন ব্যালটে প্রার্থী বাছাই; ভোট দেওয়া যাবে ফোন করেও 

আগেই ঘোষণা করেছিলেন। সেই মতোই অভিষেক ব্যানার্জির ‘জন সংযোগ যাত্রার’ দিন থেকেই শুরু হয়ে গেল গোপন ব্যালটে প্রার্থী বাছাইয়ের কর্মসূচি। মঙ্গলবার কোচবিহারের সাহেবগঞ্জ মাঠে জনসভা করেন অভিষেক ব্যানার্জি। ওই জনসভার পর গোপন ব্যালটে তৃণমূলে প্রার্থী বাছাইয়ের কর্মসূচি শুরু হয়।

গোপন ব্যালটে ভোট দানের পাশাপাশি কেউ চাইলে উপস্থিতি না থেকেও ফোন করে ভোট দিতে পারবেন। তার জন্য ‘এক ডাকে অভিষেক’ এর হেল্প লাইন নাম্বার ‘৭৮৮৭৭৭৮৮৭৭’ নাম্বারে ফোন করেও নিজের মতামত জানানো যাবে। এ প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলেন, যদি এই গরমে লাইন দিয়ে ভোট দিতে কষ্ট হয়, তাহলে এক ডাকে অভিষেকের যে হেল্প লাইন নম্বর আছে তাতে করে আপনারা নিজেদের পছন্দের প্রার্থীর নাম জানতে পারবেন। যাঁরা ফোন করবেন তাঁদের পরিচয় গোপন রাখা হবে।

দলের নতুন কর্মসূচি নিয়ে এদিন অভিষেক বলেন, গরমে সবার একটু কষ্ট হচ্ছে। কিন্তু আগামী পাঁচ বছর মানুষের পঞ্চায়েতের কথা ভেবে এটা আমাদের করতে হবে। দু মাস আমি সমস্ত কিছু ছেড়ে আপনাদের কাছে এসেছি। কোনও রাজনৈতিক দল এরকম সভা করে না। কোনও রাজনৈতিক কথা বলতে আসেনি। সারা বছর রাজনৈতিক কথা শোনেন। এবারে নিজেদের প্রার্থী নিজেরা বাছাই করে নেবেন।

 

Comments are closed.