প্রাক্তন মুখ্যসচিব তথা প্রধান উপদেষ্টা আলাপন ব্যানার্জির সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই আচরণ অন্যায্য, অমানবিক, এবং নিষ্ঠুর। বলল তৃণমূল।
নতুন করে আলাপন ব্যানার্জিকে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের নোটিস পাঠানোর ঘটনায় মোদী সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, সম্প্রতি আলাপন ব্যানার্জির মা প্রয়াত হয়েছেন, এরকম একটি ব্যক্তিগত শোকের মুহূর্তে তাঁকে এ ধরনের চিঠি পাঠানোর ঘটনায় বোঝা যাচ্ছে কেন্দ্রের সরকার কতটা নিষ্ঠুর!
সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে তাঁর আক্রমণ, কর্মিবর্গ মন্ত্রক প্রধানমন্ত্রীর অধীনে। সুতরাং যা কিছু ঘটছে নরেন্দ্র মোদীর নির্দেশেই ঘটছে।
এদিন আরও বলেন, আলাপন ব্যানার্জি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছিলেন এর মধ্যেই তাঁকে বদলির নির্দেশ এবং পরবর্তী সময়ে তা নিয়ে কেন্দ্র যেভাবে পদক্ষেপ করছে তাতে প্রমাণিত রাজ্যের কাজে ব্যাঘাত ঘটাতে চাইছে মোদী সরকার। আলাপন ইস্যুকে সামনে রেখে রাজ্যের আমলাদের উপরেও কেন্দ্র চাপ সৃষ্টি করতে চাইছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ও উপস্থিত ছিলেন। তিনিও কেন্দ্রের এই পদক্ষেপকে বেআইনি বলে অভিযোগ করেন। তাঁর কথায়, একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে এভাবে নোটিস পাঠানো যায় না। তৃণমূল সাংসদ বলেন, একমাত্র আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলে তবেই একজন অবসরপ্রাপ্ত আমলার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত করা যায়। কিন্তু এক্ষেত্রে তেমন কোনও অভিযোগ নেই। তাঁর কটাক্ষ, বাংলায় হারের পর বিজেপি মরিয়া হয়ে ফাঁক ফোকর খুঁজছে কীভাবে রাজ্যের মানুষকে সমস্যায় ফেলা যায়।
এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, একজন সৎ বাঙালি অফিসারকে কীভাবে কেন্দ্র অপমানিত করছে তা রাজ্যের বাঙালিরা দেখছে।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকার জন্য তৎকালীন মুখ্যসচিব আলাপন ব্যানার্জিকে শোকজ করে কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রক। বিপর্যয় মোকাবিলা আইনে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব জানতে চেয়ে আলাপনকে চিঠি পাঠানো হয়। খবর, আলাপনের উত্তরে খুশি নয় কেন্দ্র। সোমবার ফের তাঁকে নোটিস পাঠায় কেন্দ্র।
Comments are closed.