তৃণমূলের অভ্যন্তরীণ রিপোর্ট: নন্দীগ্রামে জয় নিশ্চিত, দুই দফাতেই ভালো ফলের ইঙ্গিত

আমাদের অভ্যন্তরীণ মূল্যায়ন, বুধ রিপোর্টের ভিত্তিতে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে তৃণমূল খুব ভালো ফল করেছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়। পাশাপাশি এদিন ফের দাবি করলেন, নন্দীগ্রামে আমরা জিতে গিয়েছি। তৃণমূল সাংসদ বলেন, পাঁচ রাজ্যের নির্বাচনেই বিজেপির অবস্থা খারাপ।

এদিন বিজেপির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন। অসমে করিমগঞ্জে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম পাওয়া নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন।

ইলেকশন কমিশনেরও সমালোচনা করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ কেন্দ্রীয় বাহিনী রুট মার্চের নামে ভোটারদের ভয় দেখাচ্ছে।

[আরও পড়ুন- কামারহাটিতে ‘মিত্র-যুদ্ধে’ বামেদের বাজি তরুণ তুর্কি সায়নদীপের গলায় দিন বদলের গান]

বিজেপি ভুয়ো খবর ছড়াচ্ছে বলেও ফের অভিযোগ করেন সৌগতবাবু। একটি নিউজ পোর্টালের তরফে খবর প্রকাশ করে দাবি করা হয়, তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছেদ করল ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা। পিকের সংস্থা আইপ্যাক জানায় খবরটি ভুয়ো। এই ঘটনার প্রসঙ্গ তুলে এদিন বিজেপির বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানোর অভিযোগ তোলেন। সাংসদের তোপ মোদী, অমিত শাহ রাজ্যে এসে মিথ্যে খবর ছড়াচ্ছে।

ডিএমকে সভাপতি স্তালিনের মেয়ে, জামাইয়ের বাড়িতে ইডির আধিকারিকরা যান জিজ্ঞাসাবাদের জন্য। এই ঘটনা নিয়েও সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে প্রতিহিংসা পরায়ণ বলে তোপ দাগেন সৌগত বাবু।

Comments are closed.