জোরকদমে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের; খুঁটি পুজো করলেন শীর্ষ নেতারা 

ঠিক সাত দিন পর ২১ জুলাই। তৃণমূলের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন। ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে সাজ সাজ রব। জেলায় জেলায়, ব্লকে ব্লকে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করছেন নেতারা। বুধবার সভাস্থল চত্বরে খুঁটি পুজোর মধ্য দিয়ে ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধা শুরু করল তৃণমূল। এদিন সেখানে উপস্থিত ছিলেন, তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি, বিধায়ক তাপস রায়, রাজ্য সভার সাংসদ শান্তনু সেন, শ্রেয়া পাণ্ডে সহ অন্যান্য নেতানেত্রী। 

প্রতি বছরই শহীদ স্মরণে ২১ জুলাই দিনটি মহাসমাবেশ করে থাকে তৃণমূল। রাজ্যের সব প্রান্ত থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলায় উপস্থিত হন। সমস্ত কর্মী সমর্থকের উদ্দেশ্যে বার্তা দেব দলনেত্রী মমতা ব্যানার্জি। সব মিলিয়ে এদিনটি তৃণমূল কর্মীদের কাছে একটি বিশেষ দিন। করোনাকালে মাঝের দু’বছর তৃণমূল ভার্চুয়ালি ২১ জুলাই পালন করেছে। সেদিন থেকে দীর্ঘ দু’বছর পর আবার পুরোনো সভাস্থলে ২১ জুলাই করতে চলেছে রাজ্যের দল। যা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা রয়েছে। ২৪-এর লোকসভাকে সামনে রেখে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি কী বার্তা দেন এখন সে দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। 

 

Comments are closed.