মামলা কেন দিল্লিতে সরানো হল? CAT-র প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আলাপন ব্যানার্জি 

হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন ব্যানার্জি। CAT অর্থাৎ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন ব্যানার্জি। বুধবার হাইকোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে। 

দিল্লির কর্মীবর্গ মন্ত্রক তাঁর বিরুদ্ধে যে অনুসন্ধান প্রক্রিয়া চালাচ্ছিল, তা খারিজের দাবি নিয়ে সম্প্রতি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতার বেঞ্চে আবেদন করেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব। কিন্তু গত ২২ অক্টোবর মামলাটি কলকাতা থেকে সরিয়ে দিল্লির প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে CAT এর প্রিন্সিপাল বেঞ্চ। আর এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আলাপন ব্যানার্জি। 

এদিন তাঁর আইনজীবী আদালতে আবেদন করে জানান, আলাপন ব্যানার্জি তাঁর চাকরী জীবনের দীর্ঘ সময় পশ্চিম বঙ্গে কাটিয়েছেন। কলকাতায় যেখানে CAT এই একটি বেঞ্চ রয়েছে, সেক্ষেত্রে মামলাটি দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার কোনও যুক্তি নেই। 

উল্লেখ্য, গত ২৮ মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি পর্যালোচনা বৈঠকে তাঁকে ডেকে পাঠানো হয়। কিন্তু সে সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলার গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকায় তিনি প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত ছিলেন। উপস্থিত না থাকার ব্যাখ্যা চেয়ে তাঁকে শো-কজ করা হয়। তিনি সেই চিঠির উত্তরও দেন। 

যদিও গত ১৬ জনু শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দিল্লির কর্মীবর্গ মন্ত্রক। ১৮ অক্টোবর তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। এই মামলায় তাঁর বিরুদ্ধে চলা অনুসন্ধান খারিজের দাবিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতার বেঞ্চে আবেদন করেন তিনি। পরে কর্মীবর্গ মন্ত্রক মামলাটি দিল্লিতে সরিয়ে আনার আবেদন করে। কর্মীবর্গ মন্ত্রকের আবেদনে জেরে মামলাটি কলকাতার বেঞ্চ থেকে দিল্লিতে সারিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। আর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গেলেন রাজ্যের বর্তমান মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জি। 

Comments are closed.