টোম্যাটোর দাম কেজিতে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। বিরোধীদের লাগাতার আক্রমণের শিকার হচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় টোম্যাটোর দাম কমাতে ‘অভিনব’ পন্থা অবলম্বন করল মোদী সরকার। কেন্দ্রের তরফে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে টোম্যাটোর দাম কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তার উপায় জানতে চাওয়া হয়েছে। সঠিক উপায় বলতে পারলেই থাকছে পুরস্কার। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘টোম্যাটো’ চ্যালেঞ্জ।
কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে শনিবারই এই প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়েছে। যেখানে কৃষি বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ কৃষক বা অধ্যাপক, পড়ুয়া যে কোনও দেশের নাগরিক অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রতিবছরই এই সময় করে টোম্যাটোর দাম বাড়ে। এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমাধানের উপায়ও খুঁজছে সরকার। দেশের সাধারণ মানুষের কাছেও তাই পরামর্শ চাওয়া হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে সঠিক পরিকল্পনার হদিস মিললে, সরকার তা রূপায়ণের চেষ্টা করবে। যদিও কেন্দ্রের দাবি, ইতিমধ্যেই টোম্যাটোর দাম নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং খুব তাড়াতাড়ির তার ফল মিলতে চলেছে।
Comments are closed.