সম্প্রতি ভারতেও থাবা বসিয়েছে করোনার নতুন রূপ। কয়েকদিনের মধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১। যার জেরে আমজনতার একাংশের মনে প্রশ্ন দেখা দিয়েছে, ফের কি দুর্ভোগের লকডাউন শুরু হতে চলেছে? সম্প্রতি এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যম নীতি আয়োগের এক সদস্যকে এই প্রশ্ন করে।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে নীতি আয়োগের সদস্য ড. ভিকে পাল জানিয়েছেন, এক্ষুনি দেশে লকডাউনের প্রয়োজনীয়তা নেই। তাঁর দাবি, এই মুহূর্তে সব ধরণের প্রতিকূলতা মোকাবিলা করতে প্রস্তুত কেন্দ্র। পাশাপাশি তিনি এও জানান, দেশে ওমিক্রন রুখতে করোনার বুস্টার ডোজ নিয়ে আলোচনা চলছে। কোন কোন লক্ষণ থাকলে বুস্টার ডোজ দেওয়া হবে, দ্বিতীয় ডোজের কতদিনের মধ্যে বুস্টার নিতে হবে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা চলেছে।
উল্লেখ্য ভারতে প্রথম ওমিক্রন আক্রান্ত পাওয়া যায় কর্ণাটকে। দক্ষিণ আফ্রিকা ফেরত দুই ব্যবায়ীর শরীর এই ভাইরাস মেলে। বর্তমানে শুধু মহারাষ্ট্রে সাত জনের শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে, পাশাপাশি রাজস্থানের জয়পুরে ৯ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন।
Comments are closed.