পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষ ও পড়ুয়াদের বার্তা দিতে বাংলা জুড়ে সাইকেল নিয়ে ঘুরছেন দুই বাঙালি

পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের বার্তা দিতে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাইকেল নিয়ে ঘুরছেন বাংলার দুই ব্যক্তি। কাঁচরাপাড়ার বাসিন্দা তারক চন্দ্র পাল ও ত্রিবেনীর বাসিন্দা সঞ্জীত কুমার দাস ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছে বাঁকুড়া জেলায়।

বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বিদ্যালয়গুলিতে ঘুরছেন তাঁরা। তাঁদের লক্ষ্য ছাত্র-ছাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষা করা। বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন তাঁরা। বাংলা ছাড়াও অন্যান্য রাজ্যেও পরিবেশ সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে ঘোরেন তাঁরা। কাঁচরাপাড়ার বাসিন্দা তারক চন্দ্র পাল জানান, বাংলা ছাড়াও অন্যান্য রাজ্য, ঝাড়খণ্ড, ওড়িশা সহ লাদাখে সাইকেল নিয়ে ঘুরে পরিবেশ সচাতনতার বার্তা দিয়েছি। সকলকে একটাই কথা বলবো, গাছ লাগান পরিবেশ বাঁচান। অন্যদিকে ত্রিবেনীর বাসিন্দা পেশায় অবসর প্রাপ্ত তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী সঞ্জীত কুমার দাস জানান, বাংলা ছাড়াও অন্যান্য রাজ্যে সাইকেল নিয়ে পরিবেশ রক্ষা করার বার্তা দিয়েছি। বাংলাদেশেও ঘুরে এসেছি একই বার্তা নিয়ে। এরপর শ্রীলঙ্কা যাওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গাছ কেটে ফেলার ফলে গোটা বিশ্ব জুড়ে বাড়ছে উষ্ণায়ন। তাই নিজেদের সামর্থ অনুযায়ী, সাইকেল নিয়েই সাধারণ মানুষ থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে পরিবেশ রক্ষা করার বার্তা দিচ্ছেন বাংলার বাসিন্ধা তারক চন্দ্র পাল ও সঞ্জীত কুমার দাস।

Comments are closed.