আজ দ্বিতীয়া। শহর কলকাতায় কার্যত পুজো শুরু হয়ে গ্যাছে। মহালয়ার দিন থেকেই শ্রীভূমির পুজো মণ্ডপে ভিড় চোখে পড়ার মতো। এদিকে পুজোর উদ্বোধনে তুমুল ব্যস্ত মুখ্যমন্ত্রী।
মহালয়ার আগেই তিনটে পুজোর উদ্বোধন করেছেন তিনি। মহালয়ার দিন থেকেই একাধিক পুজোর উদ্বোধন করেছেন তৃণমূল নেত্রী। কোনও কোনও পুজোয় নিজে উপস্থিত থেকেছেন, বাকি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। জানা গিয়েছে, এখনও প্রায় ২৫৩টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, দ্বিতীয়াতেও বেশ কিছু পুজোর উদ্বোধনে যাবেন তিনি।
এখনও পর্যন্ত খবর, মঙ্গলবার দক্ষিণকলকাতা এবং পার্শ্ববর্তী ১৬ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শীতলা মন্দির, আলিপুর সার্বজনীন, কোলাহল, একডালিয়া এভারগ্রীন, সিংহি পার্ক, ফাল্গুনী সংঘ, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্তান পার্ক, শিব মন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লী, বাদামতলা আষাঢ় সংঘ, সংঘশ্রী, মুক্তদল এবং ত্রিধারা সম্মেলনীর পুজো উদ্বোধন করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। সেই সঙ্গে ত্রিধারা সম্মেলনী থেকে শুরু করে রাজ্যের একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি।
Comments are closed.