আজ সারদা মায়ের ১৭০ তম জন্মতিথি। বেলুড় মঠ থেকে শুরু করে বাগবাজারে মায়ের বাড়ি সর্বোত্র চলছে বিশেষ পুজো। সকাল থেকে স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো ও হোম চলছে। সন্ধ্যেবেলায় আরতি দিয়ে শেষ হবে সারাদিনের কর্মসূচী। এদিন প্রচুর ভক্ত সমাগম হয় বেলুড় মঠ ও বাগবাজারে।
জানা গিয়েছে, ভোর চারটে ৪৫ মিনিটে শুরু হয় বেলুড় মঠের অনুষ্ঠান৷ প্রথমে মঙ্গল আরতি হয়। এরপর সারাদিন ধরে চলতে থাকে বেদ পাঠ, স্তব গান, বিশেষ পুজো, হোম, মায়ের কথা পাঠ, ভক্তিগীতি। অন্যান্য দিনের দুপুরে প্রসাদ বিতরণ হয়। সন্ধ্যে আরতির সময় বিশেষ ভজন হবে।
করোনা আতঙ্ক কাটিয়ে গত বছর মহা সমারোহে পালিত হয়েছিল মায়ের জন্মতিথি। করোনা বিধি মেনেই সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ এরপর এই বছর ভক্তরা ফের ভিড় জমিয়েছেন বেলুড় মঠে।
এদিন বেলুড় মঠ ছাড়া মায়ের জন্মস্থান জয়রামবাটিতেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। জয়রামবাটিতে মায়ের মন্দিরে সকাল থেকে চলছে পুজো, ভক্তিগীতিমূলক গান ও স্তব পাঠ। রয়েছে বিশেষ প্রসাদের আয়োজন। জয়রামবাটিতেও ভিড় জমিয়েছে প্রচুর ভক্ত। কলকাতা থেকেও অনেকে গিয়েছে জয়রামবাটিতে মায়ের মন্দিরে।
Comments are closed.