কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে মুখোমুখি মোদী-মমতা, আলোচনা হবে করোনা পরিস্থিতি নিয়ে

বাংলার ভোটের ফল প্রকাশের ১৮ দিন পর এই বৈঠক

তৃণমূলের তিন হেভিওয়েট ও এক প্রাক্তন জেলে। এই আবহে বৃহস্পতিবার ভার্চুয়ালি মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলার ভোটের ফল প্রকাশের ১৮ দিন পর এই বৈঠক।

জানা যাচ্ছে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা।

প্রথমে PMO থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় রাজ্যের ৯ টি জেলার আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই তীব্র প্রতিবাদ করে বিভিন্ন রাজ্য সরকার। কী ভাবে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীকে এড়িয়ে প্রধানমন্ত্রী সরাসরি জেলা শাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন, প্রশ্ন তোলে নবান্ন। তারপরেই কেন্দ্রের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে মুখ্যমন্ত্রীকে বৈঠকে থাকার আহ্ববান জানানো হয়।

কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, নদীয়া, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর জেলার কোভিড পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। হাজির থাকবেন সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক আধিকারিকরা এবং মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসন।

Comments are closed.