ছাত্রঋণ, লক্ষীর ভাণ্ডার, দেউচা পাঁচামি। রাজ্য বাজেটে এই তিন প্রকল্পের ওপর জোর মমতা ব্যানার্জির। আগামী দিনের কোন কোন বিষয়গুলির ওপর জোর দেওয়া হবে, জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দুয়ারে সরকারের নানা আবেদন এসেছে। যাঁরা এখনও স্বাস্থ্যসাথী কার্ড করাননি, তাঁরা তাড়াতাড়ি করিয়ে নিন।
তিনি বলেন, লক্ষীর ভান্ডার প্রকল্প শীঘ্রই চালু হবে। এই প্রকল্পে সাধারণ পরিবারের মেয়েরা মাসে ৫০০ টাকা ও তফশিলি পরিবারের মেয়েরা মাসে ১,০০০ টাকা করে পাবেন। এই প্রকল্পের জন্য রাজ্যের বার্ষিক খরচ হবে ১১ হাজার কোটি টাকা। মুখ্যমন্ত্রীর কথায় দেউচা পাঁচামি প্রকল্পে কমপক্ষে ১ লক্ষ মানুষ কাজ পাবেন। এছাড়া সিলিকন ভ্যালিতে ও বিনিয়োগ হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ দিন বাজেটে পার্থ চ্যাটার্জি কর্মসংস্থানের ওপর জোর দেওয়ার কথাও বলেন।
বাজেটে মমতা মনে করিয়ে দেন কেন্দ্রের বঞ্চনার কথা। তিনি হিসেব দেখিয়ে বলেন, ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা এখনও পাই। দেশের জিডিপি এই মুহূর্তে -৭.৭ শতাংশ। আর রাজ্যের জিডিপি এই মুহূর্তে +১.৭৫ শতাংশ। মুখ্যমন্ত্রীর কথায় এত অবহেলার পরেও এগিয়ে রয়েছে বাংলা। এই বিষয়ে কৃষি ও খাদ্য দফতরকে এগিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতার মুখে উঠে আসে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কথা। তিনি বলেন, এই দাম বৃদ্ধির ফলে ওদের আয় হয়। ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করে ওরা৷
Comments are closed.