বৃহস্পতিবার তৃণমূলের২১ শে জুলাই। বেলা বাড়তেই ভিড় আরও বাড়ছে ধর্মতলা চত্ত্বরে। বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রেনে, লঞ্চে ও মেট্রোতে দলে দলে মানুষ আসছেন ধর্মতলার দিকে। বিভিন্ন রঙের মিছিল আসছে সমাবেশ স্থলে। তবে শিয়ালদহ থেকে আরও কিছু মিছিল আসবে। পার্শ্ববতী জেলা থেকে ট্রেনে করে মানুষ ধর্মতলায় আসছেন।
অন্য দিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ধর্মতলা চত্ত্বর। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর পুলিশ। মোতায়েন করা হয়েছে বম্ব স্কোয়াড। পাহাড়ায় আছে পুলিশ কুকুর। নজরদারি চালানো হচ্ছে ড্রোন দিয়ে।
১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন রাজ্য যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির ডাকে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান করে যুব কংগ্রেস। সেই আন্দোলনে কলকাতার রাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ শে জুলাই শহীদ স্মরণ সমাবেশ করে তৃণমূল।
Comments are closed.