কলকাতায় দুপুরেই নেমে এল সন্ধ্যার অন্ধকার। আকাশ কালো করে নেমে এল বৃষ্টি সঙ্গে চলল বজ্রবিদ্যুৎ। পূর্বাভাস আগেই ছিল। সেইমত বুধবার সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। বেলা গড়াতেই আকাশ কালো করে নেমে এল বৃষ্টি।
কলকাতার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয় দুই ২৪ পরগনা ও হাওড়ায়। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে। যার জেরে জারি রয়েছে সতর্কতা। এদিন প্রবল বজ্রপাতের জেরে প্রাণহানীর আশঙ্কা থেকেই যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন করেছে। এই সপ্তাহজুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত চলবে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Comments are closed.