আজই কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতাবাসীকে অপেক্ষা করতে হবে আরও একদিন

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলা সহ কলকাতা। তবে শুক্রবার ও শনিবার প্রবল তাপপ্রবাহে কষ্ট পেতে হবে কলকাতাবাসী সহ কয়েকটি রাজ্যের সাধারণ মানুষকে। শুক্রবারও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরেই রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকে টানা তিনদিন বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি  জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতায় বৃষ্টির স্পঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

শুক্রবার থেকেই রাজ্যের কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড় হাওয়া।

অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-এ শুক্রবারও বৃষ্টিপাত চলবে। তবে মালদা ও উত্তর দিনাজপুরে প্রবল তাপপ্রবাহ চলবে। কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কিন্তু দক্ষিণঙ্গের কিছু জেলায় শুক্রবার তাপমাত্রার পারদ ৪০ ডিরির ওপরেই থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, নদীয়া সহ বেশ কিছু জেলায় শুক্রবার প্রবল তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে।

 

Comments are closed.