দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতোই শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গও।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার সারাদিনই কার্যত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। কখনও মাঝারি, কখনও হালকা। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণেই লাগাতার এই বৃষ্টি। শনিবারও দিনভর পরিস্থিতি একই রকম থাকবে। পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে।
এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় শুক্র ও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদুৎ সহ বৃষ্টি হবে একনাগাড়ে। লাগাতার বৃষ্টির জেরে অদ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে বলেও আশার খবর শুনিয়েছে আবহাওয়া দফতর।
Comments are closed.