টম্যাটো সাধারণ মানুষের কার্যত ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। টম্যাটো কিনতে গেলে পকেট একেবারে গড়ের মাঠ। দেশের একটি, দুটি রাজ্য নয়। প্রায় সব রাজ্যেই অবস্থাটা একই রকম। এই অবস্থায় একটি চমকপ্রদ ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিন ৫০ টাকা কেজিতে মিলবে টম্যাটো।
সংবাদ সংস্থা সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF) এবং ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। সংস্থাগুলোর তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের দিন ৫০ টাকা কেজিতে বিকেবে টম্যাটো। নিত্যপ্রয়োজনীয় জিনিসকে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে আনতেই এই সিদ্ধান্ত।
জানা গিয়েছে, ১৩ আগস্ট পর্যন্ত দুটি সংস্থা মোট ১৫ লক্ষ টম্যাটো সংগগ্রহ করেছিল। প্রাথমিকভাবে সংস্থাগুলোর তরফে টম্যাটোর দাম কেজি প্রতি ৯০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ১৬ জুলাই থেকে প্রতি কেজি ৮০ টাকা এবং তারপর ২০ জুলাই থেকে ৭০ টাকা প্রতি কেজিতে কম করা হয়েছিল। এবং শেষমেষ ক্রেতাদের সুবিদার্থে ১৫ আগস্ট ৫০ টাকা কেজি প্রতি দামে টম্যাটো বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.