মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। তার ওপরে নিম্নচাপের জের। যার ফলে ফের একবার দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে উত্তরবঙ্গে আগামী চার পাঁচদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কমলা সতর্কতা জারি হয়েছে।
এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, পূর্ব মেদনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপশি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও বজ্রবিদুৎ সহ বৃষ্টি হতে পারে।
যদিও বৃষ্টির পূর্বাভাস থাকলেও বর্ষার যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গে তার ঘাটতি রয়েছে। যার ফলে অদ্রতাজনিত অস্বস্তিও কমছে না। সব মিলিয়ে বৃষ্টি হলেও অস্বস্তি জারি থাকবেই।
Comments are closed.