TMCP প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি, কালীঘাট থেকেই ভাষণ দেবেন মমতা ব্যানার্জি

২১ জুলাইয়ের মতন এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। ২৮ অগাস্ট দুপুর ২ সময় কালীঘাট থেকে ছাত্র যুবদের উদ্দেশ্যে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সেই ভাষণ লাইভ শোনা যাবে ফেসবুকে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে। এছাড়াও ইউটিউব ও টুইটারের মাধ্যমেও শোনা যাবে মমতা ব্যনার্জির ভাষণ।

আর কয়েকদিন পর থেকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সফল করতে ডিজিটাল ক্যাম্পেনিং শুরু করে দেবে তৃণমূল ছাত্র যুবরা। ইতিমধ্যেই ছাত্র পরিষদের প্রাক্তন নেতাদের ইন্টারভিউ নিয়ে একটি ব্লগ তৈরি করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ১৭ অগাস্ট এই ব্লগের উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অশোক দেব, তাপস রায় সহ প্রাক্তন ছাত্র নেতাদের ইন্টারভিউ নিয়েছেন বর্তমান দলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
তৃণমূল ছাত্র পরিষদের নতুন ব্লগকে আকর্ষণীয় করে তুলতে যুক্ত করা হচ্ছে একাধিক বিষয়। থাকছে শিক্ষা, ভ্রমণ, ক্রীড়া, বিনোদনের বিষয়। তবে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভ্রমণ কাহিনিতে। মূলত মমতা ব্যানার্জির হাতে গড়ে ওঠা নানা পর্যটন কেন্দ্র এবং তাঁর সহযোগিতায় বদলে যাওয়া নানা পর্যটন স্থলের বৈশিষ্ট্য থাকবে ব্লগে। ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এবার বিশেষ গান রচনা হয়েছে। গোটা রাজ্যে সেই গান বাজবে।

তবে বাতিল হচ্ছেনা গান্ধী মূর্তির পাদদেশের মূল অনুষ্ঠান। সেখানেই হবে মূল অনুষ্ঠান। তবে কোভিড পরিস্থিতি র কথা মাথায় রেখে হবে না কোনও জমায়েত। তৃণমূল এখন ব্যস্ত ১৬ অগাস্ট খেলা হবে দিবস নিয়ে। এরপরই ব্যস্ততা শুরু হবে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে।

Comments are closed.