বিদেশে ব্যবসার নিরিখে দঙ্গলকে তাড়া করছে বাহুবলী-২। মুক্তি চিনের সাত হাজার হলে

ভারতের বক্স অফিসে রাজত্ব করার পর এবার প্রতিবেশী চিনেও সাড়ম্বরে মুক্তি পেল বাহুবলী- ২। শুক্রবার চিনের প্রায় সাত হাজার স্ক্রীনে মুক্তি পেয়েছে এসএস রাজামৌলি পরিচালিত এই ছবি। রিপোর্ট অনুযায়ী প্রথম দিনই চিনে ১৬.১৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। যদিও চিনে কোনও ভারতীয় ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে বাহুবলী-২ এর থেকেও এগিয়ে রয়েছে সিক্রেট সুপারস্টার এবং ইংলিশ মিডিয়াম ছবি দুটি। তবে সালমান খানের বজরাঙ্গী ভাইজানের থেকে চিনে প্রথম দিন বেশি ব্যবসা করেছে বাহুবলী-২।
ভারতীয় ছবি হিসাবে গোটা বিশ্ব সর্বাধিক ব্যবসার নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে আমির খানের দঙ্গল। ছবিটি গোটা বিশ্বে প্রায় ১৮৬৪ কোটি টাকার ব্যবসা করেছিল। চিনে দাঙ্গাল প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করে। বিশ্বজুড়ে বাহুবলী-২ এর ব্যবসার পরিমাণ এখনও পর্যন্ত ১৭৩৫ কোটি টাকা। দাঙ্গালকে হারাতে বিদেশের মাটিতে এখনও প্রায় ১৩০ কোটি টাকার ব্যবসা করতে হবে বাহুবলী-২কে। তবে চিনে বাহুবলী-২ এর প্রথম দিনের ব্যবসার যা ইঙ্গিত তাতে মনে করা হচ্ছে, দাঙ্গালের রেকর্ড ভেঙ্গে ২০০০ কোটি টাকার ক্লাবে ঢুকে যেতে পারে ছবিটি। সেক্ষেত্রে প্রথম ভারতীয় ছবি হিসাবে বিদেশের মাটিতে সর্বাধিক টাকার ব্যবসা করার রেকর্ড গড়বে প্রভাস, রাণা ডগুবতি, অনুষ্কা শেট্টি, তামান্না অভিনিত এই ছবিটি।

Leave A Reply

Your email address will not be published.