৩১ ও ১ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ইউনিয়নগুলির সঙ্গে বৃহস্পতিবার বৈঠক ব্যাঙ্ক কর্তৃপক্ষের

বৃহস্পতিবারের বৈঠকের উপর নির্ভর করছে শুক্র ও শনিবার প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘটের ভবিষ্যৎ। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ বৃহস্পতিবার বৈঠকে বসবে কর্মী, অফিসারদের যৌথ মঞ্চ ইউএফবিইউ-এর সঙ্গে। সেই বৈঠক ব্যর্থ হলে শুক্রবার এবং শনিবার দেশজুড়ে ধর্মঘট হবেই বলে জানিয়ে দিয়েছেন যৌথ মঞ্চের নেতারা।

শনিবার (১ ফেব্রুয়ারি) আবার সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠক ব্যর্থ হলে সত্যিই যদি বাজেট পেশের দিনে ব্যাঙ্ক ধর্মঘট হয়, সেটা হবে নজিরবিহীন ঘটনা। এর আগে কখনও বাজেট পেশের দিন ব্যাঙ্ক ধর্মঘটের কোনও নজির নেই। তাই আইবিএ ধর্মঘট এড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর বলেন, আলোচনায় দু’পক্ষ ঐকমত্যে পৌঁছলে তবেই ধর্মঘট প্রত্যাহারের কথা ভাবা যেতে পারে। ইউএফবিইউ এরপর এপ্রিল মাস থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যাঙ্ক ধর্মঘটের হুমকি দিয়ে রেখেছে আগেই। দু’পক্ষই এখন স্নায়ুর চাপে ভুগছে।

Comments are closed.