ভারত রত্ন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ ভূপেন হাজারিকার ছেলের, নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সম্মান প্রত্যাখানের ভাবনা

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এবছর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং প্রয়াত আরএসএস নেতা নানাজি দেশমুখের পাশাপাশি প্রয়াত গায়ক ভূপেন হাজারিকাকেও মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করা হবে। সোমবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা। আমেরিকা থেকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে যখন উত্তর-পূর্ব ভারতজুড়ে কেন্দ্রের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে, সেই সময় সুপরিকল্পিতভাবে ভূপেন হাজারিকাকে ভারতরত্ন সম্মান দেওয়ার ঘোষণা করে, রাজনীতির স্বার্থে তাঁর নাম ব্যবহার করে নীচু মানসিকতার পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁর কথায় বাবার কাজ, তাঁর নাম এবং তাঁর কথাকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
তিনি কি বাবার হয়ে ভারত রত্ন সম্মান গ্রহণ করবেন, এপ্রশ্নের উত্তরে তেজ হাজারিকা জানিয়েছেন, তিনি এখনও সরকারিভাবে এবিষয়ে কোনও চিঠি পাননি, সুতরাং সম্মান গ্রহণ করা বা না করার বিষয়ে এখনই কিছু বলছেন না। উল্লেখ্য, নাগরিকত্ব বিল ইস্যুতে যথেষ্ট চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষত উত্তর-পূর্ব ভারতজুড়ে এর বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। সম্প্রতি অসমের বিখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছিলেন। তার আগে অসমে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে গান গেয়েছিলেন জুবিন। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার যদি নাগরিকত্ব বিল নিয়ে তাদের আপত্তি না শুনে আরও এগিয়ে যায় তাহলে তিনি তার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামবেন। এমনকী অসমের মুখ্যমন্ত্রীকেও তিনি এই বিলের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদে নামার অনুরোধ করেছেন। এরপরই জুবিন গর্গের বিরুদ্ধে মামলা করে অসম পুলিশ।

Comments are closed.