ট্রেনে ঘুরছে জাল টিকিট চেকার! হাজার হাজার টাকা প্রতারণা যাত্রীদের, তদন্তে রেলের কমিটি গঠন

ট্রেনে ঘুরছে জাল টিকিট চেকার। যাত্রীরা বেআইনি অথবা অবৈধ টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করছেন। এই অভিযোগ তুলে তাঁদের কাছ থেকে জরিমানা করা হচ্ছে। এইভাবে যাত্রীদের কাছ থেকে ১৫ হাজার টাকারও বেশি নেওয়ার অভিযোগ রয়েছে জাল টিকিট চেকারের বিরুদ্ধে। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নর্দার্ন রেলের প্রয়াগরাজ ডিভিশনে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনে ঘুরছে ভুয়ো টিকিট চেকাররা। রেলমন্ত্রক দাবি করছে, এই বিষয়ে নজরদারি চালানো হবে। এরপর পদক্ষেপ নেবে রেলমন্ত্রক।

গত ৩০ এপ্রিল রেল বোর্ডের কাছে খবর আসে, বারাণসী স্টেশনে বারাণসী জংশন-ওখা এক্সপ্রেসে টিকিট পরীক্ষা হচ্ছে। কিন্তু যিনি টিকিট পরীক্ষা করছেন, সেই পরীক্ষকের আচরণ সন্দেহজনক। রেলে সদস্যরা ঘটনাস্থলে যেতেই দেখতে পান টিকিট পরীক্ষকের ইউনিফর্ম গায়ে চাপিয়েই ঘুরছে নকল টিকিট চেকার। ওই নকল টিকিট চেকারের নাম কমলা পাল। বয়স ২৪ বছর। বাড়ি উত্তরপ্রদেশের গাজিপুরে। ভুয়ো পরিচয়পত্র, জাল ব্যাজ, এমনকী বেশ কিছু ভুয়ো টিকিট উদ্ধার হয় তার কাছে। ওই নকল টিকিট পরীক্ষককে প্রয়াগরাজ জিআরপি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুরোটা খতিয়ে দেখতে রেল বোর্ডের কমিটি তৈরি করা হয়েছে বলে রেল সূত্রের দাবি।

উল্লেখ্য, অবৈধ টিকিটের দালালচক্র নিয়ে চিন্তিত রেল। এরপর ট্রেনে ও স্টেশনে জাল টিকিট চেকার ঘুরে বেড়াচ্ছে, যা চিন্তা বাড়িয়েছে রেলের।

Comments are closed.