দেখা নেই বৃষ্টির, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে আরও অন্তত ২ দিন।

সরকারিভাবে রাজ্যে বর্ষা ঢুকে গেছে গত সপ্তাহেই। কিন্তু ভরা আষাঢ়েও কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে দেখা নেই বৃষ্টির। উল্টে চড়চড়িয়ে বাড়ছে জেলাগুলির তাপমাত্রা। চলছে তাপ প্রবাহ। গত ৩-৪ দিন ধরেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রীতিমতো ‘তাপ প্রবাহ’ চলছে। এই অবস্থায়, সোমবারও আশার কথা শোনায়নি আবহাওয়া দফতর। আগামী কিছু দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপ প্রবাহ চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। যা স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি বেশি। কিন্তু তীব্র আদ্রতার জন্য অনেক বেশি গরম অনুভুত হয়েছে। তীব্র গরম ও প্রখর রৌদ্রে প্রায় প্রাণ ওষ্ঠাগত অবস্থা শহরবাসীর। একদিকে ঘাম, অন্যদিকে প্রায় ঝলসে দেওয়ার মতো সূর্যের তাপ, কাহিল অবস্থা শহরবাসীর।
দক্ষিণবঙ্গে তীব্র তাপ প্রবাহ চললেও উত্তরবঙ্গের পরিস্থিতি অনেকটাই আলাদা। গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সন্ধ্যের পর ফের বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায়। কিন্তু কলকাতাসহ দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির কোনও পূর্বাভাষ নেই।

Leave A Reply

Your email address will not be published.