গরমে তৃষ্ণা নিবারণে মানবিক উদ্যোগ! রাস্তার ধারে নিজের ফ্রিজ বের করে রাখলেন এক ব্যক্তি, ভাইরাল ছবি

কাঠফাটা রোদে জ্বলছ কলকাতা। রাস্তায় বেরিয়ে মনে হয় একটু জল পেলে কিছুটা আরাম পাওয়া যেত। তাই পথচলতি মানুষকে সাময়িক আরাম দিতে উদ্যোগ নিয়েছেন তৌসিফ রহমান নামের এক ব্যক্তি। রাস্তার ধারে নিজের ফ্রিজ বসালেন তিনি। আর ফ্রিজের ভিতরে রয়েছে সারি সারি জলের বোতল। এই জল বিনামূল্যেই দেওয়া হচ্ছে। যে কেউ আসছেন আর ফ্রিজের ভিতর থেকে জল বের করে খাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। যা রীতিমত ভাইরাল এখন।

আলিমুদ্দিন স্ট্রিটের স্থানীয় বাসিন্দা ২৯ বছরের তৌসিফ রহমান। তিনি নিজের বাড়ির ফ্রিজ ২৮ দিন রাস্তায় বাইরে রেখেছিলেন। প্রতিদিন ৩০টিরও বেশি প্যাকেজিং জলের বোতল পথচারীদের খাইয়েছেন তিনি। এই বিষয়ে তৌসিফ বলছেন, সকলের পক্ষে সম্ভব হয় না সব সময়ে দাম দিয়ে জল কেনার। আর রাস্তার ধারে জল খেয়ে অনেকের শরীরও খারাপ হতে পারে। তাই এই গরমে যাতে কারোর জলের অভাব না পড়ে এবং শরীরের কথা চিন্তা করে এই ছোট্ট ব্যবস্থা নিয়েছি।

জানা গিয়েছে, প্রায় দু’সপ্তাহ আগে রাস্তার ধারে এই ফ্রিজটি তিনি বসান। এই ফ্রিজ চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুতের ব্যবস্থাও করেছেন তৌসিফ নিজেই। তাঁর বাড়ি থেকেই প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এই গরমের জন্য ঠাণ্ডা জলের হাহাকার বেড়েছে চারিদিকে। জুস থেকে শুরু করে ঠাণ্ডা পানীয়ের চাহিদা বেড়েছে। সেখানে দাঁড়িয়ে তরুণ তৌসিফের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। প্রসংশায় তাঁকে ভরিয়ী দিয়েছেন নেটিজেনরা।

আলিপুর আবহাওয়া দফতর যদিও জানিয়েছে, শনিবার বৃষ্টি হতে পারে কলকাতায়। সেইমত এদিন সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। সোম ও মঙ্গলবার কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Comments are closed.