জুহি চাওলার 5G মামলার শুনানিতে বান্নো কি আয়েগি বারাত গান! রেগে আগুন বিচারপতি

দিল্লি হাই কোর্টের বিচারপতি মৃধার ভার্চুয়াল বেঞ্চে তখন সবে শুরু হয়েছে অভিনেতা জুহি চাওলার দায়ের করা মামলার শুনানি। আচমকাই একজন তারস্বরে গেয়ে উঠলেন, মেরি বান্নো কি আয়েগি বারাত! মাথায় উঠল সওয়াল। অবমাননার মামলা দায়ের করছে দিল্লি হাই কোর্ট। 

ভারতে 5G চালুর বিরোধিতা করে দিল্লি হাই কোর্টে গেছেন বলিউড অভিনেতা তথা কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা। সেই মামলার শুনানিতে যোগ দিয়েছিলেন অন্তত ২০০ জন। তাঁদের মধ্যেই কেউ শুনানি চলাকালীন জুহি অভিনীত ছবির গান গেয়েছেন। ভার্চুয়াল শুনানিতে মনীষা কৈরালা, জাহ্নবী প্রভৃতি নাম ভেসে উঠতে দেখা গেছে। কিন্তু আচমকা মেরি বান্নো কি আয়েগি বারাত গানটি ঠিক কে গেয়েছে তা স্পষ্ট নয়। এরপর আরেকজন সেই সময় গেয়ে ওঠে, ঘুঙ্ঘট কি ওর সে দিলবর কা! সঙ্গে সঙ্গে তাঁকে রিমুভ করা হয়। একটু পর দেখা যায় সে ফিরে এসেছে আবার! এবার গান গাইছে, লাল লাল হোটো পে …   বিরক্ত বিচারপতি মৃধা নির্দেশ দিয়েছেন, ওই ব্যক্তিকে চিহ্নিত করে আদালত অবমাননার মামলা শুরু করতে। 

জুহি চাওলা নিজেই শুনানির লিঙ্ক নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি নিজেও হাজির ছিলেন ভার্চুয়াল শুনানিতে। 

এই ঘটনার পরে অবশ্য কোর্ট থেকে শুনানিতে উপস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ওই প্রোফাইলকে চিরকালের জন্য বাদ দেওয়া হয়েছে। এদিকে মামলায় আদালত রায় রিসার্ভ রেখেছে। জুহিকে দিল্লি হাই কোর্টের প্রশ্ন, আপনি কি এই আবেদন নিয়ে প্রথমে সরকারের কাছে গেছিলেন? জুহি উত্তর দেন, না তিনি সোজা কোর্টে এসেছেন। দিল্লি হাই কোর্টের বিচারপতি মৃধার বেঞ্চ জানায়, কেবলমাত্র সংবাদমাধ্যমের নজর কাঁড়তেই এই মামলা করা হয়েছে, যা দুর্ভাগ্যজনক। 

Comments are closed.