প্রচারে থাকার ফন্দি! 5G মামলায় জুহি চাওলাকে ২০ লক্ষ টাকা জরিমানা দিল্লি হাই কোর্টের

দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেল 5G প্রসারের বিরোধিতা করে জুহি চাওলার দায়ের করা মামলা। আদালত তাঁকে ২০ লক্ষ টাকা জরিমানাও করে বলেছে, প্রচারের আলোয় থাকার জন্য এই সব মামলা করা হয়।

বলিউড তারকা জুহি চাওলা দাবি করেছিলেন 5G ইন্টারনেট চালু হলে তার কুপ্রভাব পড়বে মানুষ ও পরিবেশের ওপর। দিল্লি হাই কোর্টে মামলা করেন। শুক্রবার জুহির মামলা খারিজ করে দেয় আদালত। পাশাপাশি এই মামলার আবেদনকারীদের ২০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথাও বলেছে হাই কোর্ট।

হাইকোর্ট জানিয়েছে, জুহি চাওলা এই মামলার মাধ্যমে প্রচার পাওয়ার চেষ্টা করছেন। কারণ তিনি সোশ্যাল মিডিয়ায় শুনানির লিংক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার শুনানি চলাকালীন এক ব্যক্তি হঠাৎ করে জুহি চাওলা অভিনীত সিনেমার গান গাইতে শুরু করেন। তার বিরুদ্ধে অবমাননার মামলা শুরু হয়েছে।

Comments are closed.