কেদারনাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উদ্বোধন করলেন আদি শঙ্করাচার্যের মূর্তি

ভারতীয় জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করার পরেরদিনই কেদারনাথ মন্দিরে নরেন্দ্র মোদী। কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তির উদ্বোধন করেন তিনি। শুক্রবার সকালে দেরাদুন বিমানবন্দরে যান মোদী। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে কেদারনাথ যান মোদী। সেখানে প্রথমেই ২০১৩ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নের কাজ পরিদর্শন করেন।

কেদারনাথ মন্দির এলাকার উন্নয়নমূলক কাজও খতিয়ে দেখেন তিনি। কথা বলেন, স্থানীয় আধিকারিকদের সঙ্গে। এরপরই কেদারনাথ মন্দিরের ভিতরে গিয়ে আরতি করে পুজো করেন প্রধানমন্ত্রী। বাঘছাল হাতে নিয়ে, গলায় রুদ্রাক্ষের মালা পরে কেদারনাথের কাছে প্রার্থনা করেন প্রধানমন্ত্রী। এদিন মন্দির থেকে কিছু দূরে ১২ ফুট দীর্ঘ আদিগুরু শঙ্কারাচার্যের মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী। আদি শঙ্করাচার্যের পুনর্নির্মিত সমাধিস্থলেরও উদ্বোধন করেন তিনি। ২০১৩ সালে যা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এদিন ৪০০ কোটি টাকার কেদারনাথ ধাম পুনর্গঠন কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করেন তিনি। এদিন মোদী কথা দেন, শীঘ্র রোপওয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হবে উত্তরাখণ্ডের শিখ তীর্থক্ষেত্র হেমকুন্ড সাহিবে।

Comments are closed.