ডিসেম্বরের শুরুতে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী; রয়েছে একগুচ্ছ কর্মসূচি 

ফের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ডিসেম্বরের শুরুর দিকে তিনি পাহাড়ে যেতে পারেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে দুটি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। 

নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক সভার পাশাপাশি চা-বাগান শ্রমিকদের হাতে তুলে দেবেন বসত জমির পাট্টাও। ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফলের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। সেদিক থেকে এবারের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকেও নজর থাকছে রাজনৈতিক মহলের।

একুশের বিধানসভা ভোটের পর থেকে পাহাড়ে জমি শক্ত করছে তৃণমূল। যার সাম্প্রতিকতম নিদর্শন, ধূপগুড়ির উপনির্বাচনের ফলাফল। এর মধ্যেই বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সেদিক থেকে এবারে তৃণমূল নেত্রীর উত্তরবঙ্গ সফর রাজনৈতিক ভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। ডিসেম্বরের গড়ার দিকে সফর করবেন বলেই ঠিক আছে। তবে নবান্নের তরফে এখনও দিনক্ষণ জানানো হয়নি। 

Comments are closed.