পাহাড়ে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী:পায়ে হেঁটে সারলেন জনসংযোগ, কথা বললেন পর্যটক-ব্যবসারীদের সঙ্গে 

দার্জিলিংয়ে চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সকাল সকাল ম্যাল চত্বরে দেখা গেল তাঁকে। পায়ে হেঁটেই এদিন ম্যাল সিংমারী ঘুরলেন মুখ্যমন্ত্রী। ঘুরতে ঘুরতে কথা বললেন স্থানীয় দোকানদার, পর্যটকদের সঙ্গে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁকে দেখা গেল। এক ফাঁকে রাস্তার ধারের দোকান থেকে চাও খেলেন মুখ্যমন্ত্রী। 

রবিবার তিন দিনের সফরে পাহাড়ে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী। ম্যাল, সিংমারী সহ একাধিক এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। এদিন স্থানীয় এক বৃদ্ধার সঙ্গে কথা বলার সময় তাঁর চিকিৎসার দায়িত্ব নেন মুখ্যমন্ত্রী। জেলা শাসককে সেই মতো নির্দেশ দেন। দীর্ঘ লোকডাউন কাটিয়ে বর্তমানে অনেকটাই স্বাভাবিক পাহাড়ের পরিস্থিতি। পর্যটকেরা ভিড় জমাতে শুরু করছে। এই পরিস্থিতিতে পর্যটকদের একাংশের সঙ্গেও কথা বলেন মমতা ব্যানার্জি। স্থানীয় ব্যবসায়ী, দোকানদারদেরও সুবিধা অসুবিধার কথা শোনেন তিনি। 

উল্লেখ্য পাহাড়ে পা দিয়েই জিটিএ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার শিলিগুড়ির এক সরকারি অনুষ্ঠান থেকে তিনি বলেন, আমি চাই আগামী মে-জুনের মধ্যেই জিটিএ নির্বাচন হোক। তিনি জানান, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সারতেই তিনি পাহাড়ে এসেছেন।  

Comments are closed.