মিলখা সিংহকে শ্রদ্ধা জানিয়ে টাঙানো হল ফারহান আখতারের ছবি! নয়ডায় বিতর্ক

রানিং ট্র্যাকে মিলখা সিংহের রিল ছবি দিয়ে বিতর্কের মুখে নয়ডা স্টেডিয়াম কর্তৃপক্ষ। বিষয়টি নজরে আসতেই তা সরিয়ে নেওয়া হয়।

ঠিক কী হয়েছিল? সদ্য প্রয়াত মিলখা সিংহের স্মৃতিচারনায় নয়ডা স্টেডিয়ামের রানিং ট্র্যাকে তাঁর বায়োপিকে অভিনীত ফারহান আখতারের সিনেমাটি একটি ছবি টাঙিয়ে দেওয়া হয়। যা নিমেষেই ভাইরাল হয়ে যায়। নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

২০১৩ সালে মুক্তি পায় ফারহান আখতার ও সোনম কপূর অভিনীত বলিউড ছবি ‘ভাগ মিলখা ভাগ’। এই ছবিটি মিলখা সিংহের বায়োপিক। তাঁর জীবনযুদ্ধের কাহিনী তুলে ধরা হয়েছে ছবিতে। ছবিতে মিলখা সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ফারহান আখতার।
আর কয়েকদিন আগেই কোভিড সংক্রমিত হয়ে প্রয়াত হয়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের দুনিয়ায় ফ্লাইং শিখ নামে পরিচিত মিলখা সিংহের।

কিন্তু তাঁর মৃত্যুর পর রিল ও রিয়েল লাইফ মিলখাকে আলাদা করতে পারেনি নয়ডা স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই এই মারাত্মক ভুল করে বসল স্টেডিয়াম কর্তৃপক্ষ। স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফে ঋতু মাহেশ্বরী জানিয়েছেন, রানিং ট্র্যাক থেকে রিল লাইফের মিলখা সিংহেরএর ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি ওখানে ফ্লাইং শিখ মিলখা সিংহের ছবি বসিয়ে দেওয়া হবে।

Comments are closed.