নতুন ক্লাসে উঠলেই স্কুল-পড়ুয়াদের জন্য ‘বিশেষ অনুষ্ঠান’; পরিকল্পনায় স্কুল শিক্ষা দফতর 

স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহী করতে নতুন পরিকল্পনা নিল রাজ্যের স্কুল শিক্ষা-দফতর। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো এবার স্কুলের পড়ুয়াদের জন্য ‘Graduation Ceremony’ করবে স্কুল। এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলেই পড়ুয়াদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠান করবে স্কুলগুলো। প্রাথমিক স্কুল শিক্ষা দফতর এবং মাধ্যশিক্ষা পর্ষদকে এই মর্মে ১৩ দফা গাইডলাইন পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

ওই ১৩ দফা গাইডলাইনে বলা হয়েছে, প্রতি বছর ২ জানুয়ারি বা তার পরের দিনগুলোতে নতুন ক্লাসে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে গ্রাজুয়েশন সেরমনি করতে হবে বিদ্যালয়গুলোকে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন ক্লাসে ওঠা ছেলেমেয়েদের বিশেষ সম্মান জানাবেন প্রধান শিক্ষক। ক্লাস টিচাররা ছাত্রছাত্রীদের চকলেট-মিষ্টি উপহার দেবেন। স্কুলে একটি ফটো কর্নার রাখতে হবে। যেখানে জন্মতারিখ দিয়ে প্রতিটি পড়ুয়ার ছবি দেওয়া হবে। সেই সঙ্গে ক্লাস টিচারদের সঙ্গেও ছাত্র-ছাত্রীদের ছবি তুলে ওই ফটো কর্নারে রাখতে হবে। এরকমই ১৩ দফার গাইডলাইন পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। 

জানা গিয়েছে, কালীপুজোর ছুটি শেষ হলে স্কুলগুলোকে দফতরের নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই স্কুলগুলোতে ‘Graduation Ceremony’ শুরু হবে। 

 

Comments are closed.