‘পদ্মশ্রী’ পেলেন সোনার ছেলে নীরজ চোপড়া

পদ্মশ্রী পেলেন দেশের সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকসে দেশকে সোনা এনে দিয়েছিলেন নীরজ। তিনি অলিম্পিকসে দ্বিতীয় রাউন্ডের থ্রোয়ে ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন ছুঁড়ে সোনা জয় করেছিলেন। এখন ভারতীয় সেনাবাহিনীর সুবেদার পদে রয়েছেন নীরজ চোপড়া।

২০২২ সালের প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় নীরজ চোপড়া, প্রমোদ ভগৎ, বন্দনা কাটারিয়া, সুমিত আনটিল, অবনী লেখারা, শঙ্করনারায়ণা মেননস ফয়জল আলি দার, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ব্রহ্মানন্দ শঙ্খওয়াকারকে পদ্মশ্রী সম্মান দেওয়া হল। এছাড়া প্যারালিম্পিকসে সোনার পদকজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়াকে পদ্মভূষন সম্মানে ভূষিত করা হয়েছে।

Comments are closed.