হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র বরাকর, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন, সাসপেন্ড ২  

পুলিশি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে রণক্ষেত্র পশ্চিম বর্ধমানের কুলটির বরাকর। সোমবার রাতে বছর ২১ এর এক যুবককে তুলে নিয়ে যায় আসানসোলের বরাকর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সকালে ফাঁড়িতে গিয়ে বাড়ির লোকেরা জানতে পারে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি আরমান। হাসপাতালে গিয়ে বাড়ির লোকেরা জানতে পারেন মৃত্যু হয়েছে তাঁর।

এরপরেই ফাঁড়িতে এসে বিক্ষোভ দেখায় মৃতের বাড়ির লোকেরা। আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় আশপাশের দোকান। ব্যাহত হয় যান চলাচল। পুলিশ জনতা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ভাঙচুর হয় পুলিস ফাঁড়িতে।

ঘটনায় সাসপেন্ড করা হয়েছে বরাকর ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক প্রশান্তকুমার পাল ও অমরনাথ দাসকে। এ বিষয়ে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, পুলিশ হেফাজতে একজনের মৃত্যুর অভিযোগ এসেছে, তদন্ত করে দেখা হচ্ছে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, মৃত যুবকের বিরুদ্ধে কী মামলা ছিল জানা নেই। হেফাজতে তাঁকে পিটিয়ে মেরেছে পুলিশ বলে অভিযোগ তাদের। যদিও পুলিশের দাবি, গভীর রাতে ওই তরুণ অসুথ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় তাঁর।

এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে খবর।

Comments are closed.