সুনন্দা পুষ্কর মৃত্যুর ঘটনায় শশী থারুরকে সমন আদালতের

স্ত্রী সুনন্দা পুষ্করের রহস্য মৃত্যুর ঘটনায় কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর’কে সমন পাঠালো দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। তাঁকে আগামী ৭ জুলাই কোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার এই নির্দেশ দেওয়ার সময় বিচারক সমর বিশাল জানিয়েছেন, ঘটনার তদন্ত করে পুলিশ যে চার্জশিট আদালতে জমা দিয়েছে তার ভিত্তিতেই শশী থারুরকে এই নোটিশ পাঠানো হল। থারুরের বিরুদ্ধে মামলা চালানোর যথেষ্ট প্রমাণ চার্জশিটে রয়েছে বলে বিচারক উল্লেখ করেছেন। তাঁর বিরুদ্ধে স্ত্রীর প্রতি নির্যাতন এবং মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে দিল্লি পুলিশ। যদিও এই সমনের প্রেক্ষিতে শশী থারুর জানিয়েছেন, তিনি কোর্টের রায় মেনে চলবেন। তবে তাঁর অভিযোগ, প্রতিহিংসা এবং বিদ্বেষ থেকেই তাঁর বিরুদ্ধে চার্জশিটে এই মিথ্যে অভিযোগ এনেছে পুলিশ।
উল্লেখ্য,২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির লিলা হোটেলের একটি ঘর থেকে দেশের প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয়েছিল। আদালতে জমা দেওয়া রিপোর্টে দিল্লি পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মঘাতীই হয়েছিলেন সুনন্দা পুষ্কর। দেহ উদ্ধারের পর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে সে সময় দাবি করা হয়েছিল বিষ ক্রিয়ায় মৃত্যু হয়েছে সুনন্দা পুষ্করের। কিন্তু পরে ফরেন্সিক পরীক্ষায় জানা যায়, অতিরিক্ত ঘুমের ওষুধের প্রভাবের ফলেই মৃত্যু হয়েছে তাঁর।

Leave A Reply

Your email address will not be published.