সব স্মার্ট ফোনের জন্যই ‘টাইপ-সি’ চার্জার, ই-গ্যাজেট নিয়ে নতুন সিদ্ধান্ত কেন্দ্রের 

এবার থেকে সব স্মার্ট ফোনের জন্যই টাইপ সি-চার্জার পোর্ট। এমনটাই সিদ্ধান্ত নিল কেন্দ্র। ভবিষৎ-এ সব স্মার্ট গেজেটের জন্যই টাইপ সি চার্জার ব্যবহার করতে হবে। ফলে ডিভাইস নির্মাতাদেরও একই চার্জার তৈরি করতে হবে। বুধবার সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধি এবং টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে একটি বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, মন্ত্রকের আমলারা ছাড়াও ওই বৈঠকে বিভিন্ন বণিক সংগঠনের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ঠিক হয়, বর্তমানে স্মার্ট ফোনের জন্য যে টাইপ সি চার্জার ব্যবহার করা হয়, সেই চার্জারই সব ফোনের জন্য ব্যবহার করতে হবে। যদিও এখন শুধু ফোনের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষৎ-এ অন্যান্য ডিভাইসের জন্য এই নির্দেশ কার্যকর হবে কিনা তা এখনও জানা যায়নি। 

উল্লেখ্য, ২০২৪ সালের মধ্যে সব ফোনের মধ্যে টাইপ সি চার্জার বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের তরফে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো এই প্রস্তাবে সম্মত জানায়। জানা গিয়েছে, শুধু ফোনই নয় আরও ১৩ ধরণের স্মার্ট ডিভাইসে টাইপ-সি চার্জার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে ইউরোপে। 

 

Comments are closed.