মমতা: শিশু দিবসের বিশেষ অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্মার্ট ফোন/ ট্যাব প্রদান, নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিরোধীদেরও কটাক্ষ 

রাজ্যের সরকারি স্কুল ও মাদ্রাসার ১০ লক্ষেরও বেশি পড়ুয়াকে স্মার্ট ফোন/ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দিল রাজ্য সরকার। সোমবার শিশু দিবস উপলক্ষ্যে একটি বিশেষ অমুষ্ঠানে উপস্থিত থেকে ১৪ জন পড়ুয়াকে ট্যাব কেনার জন্য প্রতীকী চেক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে রাজ্যের কাজের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়েও সোমবার বিরোধীদের একহাত নিয়েছেন মমতা ব্যানার্জি। তাঁর কথায়, কাজ করতে গেলে ভুল হয়, তা আবার শুধরেও নিতে হয়। তিনি আরও বলেন, যাঁরা যাঁর ভুল করেছে আইন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কটাক্ষ, অথচ এক পক্ষ আছে যাঁরা বাংলাকে ভালোবাসে না, ধারাবাহিকভাবে রাজ্যের নামে কুৎসা করে যাচ্ছে। সাংবাদমাধ্যমের একাংশকেও এদিন আক্রমণ শানান তৃণমূল নেত্রী। 

শিক্ষাক্ষেত্রে রাজ্যের কাজের খতিয়ান দিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর সরকারের আমলে রাজ্যে ৩০টি নতুন বিশ্ববিদ্যালয়ে হয়েছে। ৬ টি মেডিক্যাল কলেজ এবং নতুন করে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল তৈরি হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, কোভিডের সময় পড়ুয়ারা যাতে বাড়ি বসেই পড়াশোনা করতে পারেন সে কারণে ইতিমধ্যেই ১৭ লক্ষ পড়ুয়াকে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। এবছর দ্বাদশ শ্রেণীর আরও ১০ লক্ষ পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। 

Comments are closed.