লোকসভা কাণ্ডের জের, বিধানসভায় নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপ; বিধায়কদের জন্য বিশেষ নির্দেশ 

বুধবার আতঙ্ক ছড়িয়েছিল লোকসভায়। ফিরে এসেছিল ২২ বছর আগে সংসদে জঙ্গি হামলার স্মৃতি। যা নিয়ে এখনও সারা দেশে চর্চা চলছে। এই অবস্থায় লোকসভা কাণ্ডর অভিজ্ঞতা থেকে তৎপর হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। লোকসভার মতো কোনও ঘটনা যাতে বিধানসভায় না ঘটে সে কারণে এদিন একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিধানসভার নিরাপত্তারক্ষীদের নিয়ে বিশেষ বৈঠক করেন স্পিকার বিমান ব্যানার্জি। এদিন নিরাপত্তা সংক্রান্ত একাধিক নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে। 

এবার থেকে বিধানসভায় ঢুকতে হলে ভিজিটরদের ছবি তুলতে হবে। ভিজিটরকার্ডে সেই ছবি লাগানো থাকবে। পাশাপশি সাংবাদিকদের জন্যও থাকবে বিশেষ পরিচয়পত্র। 

বিধায়কদের জন্যও নতুন নির্দেশ জারি করা হয়েছে। এতদিন বিধায়কদের সঙ্গে তাঁদের সঙ্গী সাথীরাও গাড়ি চড়েই বিধানসভায় ঢুকতেন। কিন্তু এবার থেকে তা করা যাবে না। বিধায়করা দক্ষিণ গেট দিয়ে ঢুকবেন পায়ে হেঁটে। সঙ্গে কেউ থাকলে তাঁরা ঢুকবেন পশ্চিম গেট দিয়ে। রক্ষীরা প্রত্যেকে পরীক্ষা করে তবেই ভেতরে ঢোকার অনুমতি দেবেন। এদিন স্পিকার জানান, লোকসভার ওই ঘটনায় আমরা শঙ্কিত হয়ে পড়ছি। আমাদের বিধানসভাতেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা রক্ষীদের নিয়ে বৈঠক করেছি। নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা করা দরকার, তা ছিল। এবার আরও কড়াকড়ি করা হচ্ছে। 

Comments are closed.