করোনা যুদ্ধে ভারতের পাশে আমেরিকা, পৌঁছল মার্কিন সাহায্য

কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিল ভারত। সেকথা ভলেনি আমেরিকা। ভারতের পাশে আছি, আগেই প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছিলেন প্রেসিডেন্ট বিডেন। এবার কথা মত সাহায্য এসে পৌঁছাল ভারতে।

শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে আমেরিকার একটি বিমান। সেই বিমানে ছিল অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে কোভিড পরীক্ষার কিট। রয়েছে কোভিড চিকিৎসার সরঞ্জামও। সবই পাঠিয়েছে আমেরিকা।

আমেরিকার বিমান ভারতের মাটিতে ছোঁয়ার পরেই একটি টুইট করে মার্কিন দূতাবাস। সেখানে লেখা ছিল কোভিড যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভারতের পাশে আছে বন্ধু আমেরিকা। সেখানে হ্যাশটাগে লেখা রয়েছে #ইউএসইন্ডিয়াদোস্তি।


জানা গিয়েছে, সুপার গ্যালাক্সি মিলিটারি বিমানে আমেরিকা ভারতকে ৪০০টি অক্সিজেন সিলিন্ডার, প্রায় ১০ লক্ষ র‍্যাপিড করোনা ভাইরাস টেস্ট কিট পাঠিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরেই আমেরিকা পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। আমেরিকার কঠিন সময়ে ভারত সাহায্য করেছিল। সেইমত ভারতকে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য সাহায্য করবে জো বাইডেন প্রশাসন বলে জানানো দেওয়া হয়েছিল। এবার সেই সাহায্য পৌঁছতে শুরু করল দেশে।

Comments are closed.