ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়ার পর এবার কলকাতায় টর্নেডোর সতর্কবার্তা। বেলা ১২ টা পর্যন্ত কেউ বাড়ি থেকে বেরোবেন না। আবেদন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। খবর নবান্ন সূত্রে।
সকাল সওয়া ৯ টা নাগাদ ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় যশ। তার জেরে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। বাঁধ উপচে হুহু করে সমুদ্রের জল ঢুকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। এবার বোঝার উপর শাঁকের আঁটির মতো কলকাতায় টর্নেডোর সতর্কবার্তা।
মঙ্গলবার দুপুর-বিকেল নাগাদ কয়েক মিনিটের টর্নেডোয় ব্যান্ডেল, হালিশহর, পান্ডুয়া তছনছ হয়ে গিয়েছে। পান্ডুয়াতে তরিদাহত হয়ে মৃত্যু হয় ২ জনের। বহু বাড়ি ভাঙ্গে, উপড়ে যায় গাছ, বিদ্যুতের খুঁটি। হাওয়া অফিস জানায়, এটি ছিল একটি মিনিয়েচার টর্নেডো।
#YaasCyclone #WestBengal
Tornado before Cyclone Yaas makes Landfall pic.twitter.com/koqW7gndBs— Speak_Up (@Spring_Bloooms) May 25, 2021
এবার সেই টর্নেডোর আশঙ্কা কলকাতায়।
Comments are closed.